সংক্রামক রোগগুলো বেশি লক্ষ করা যায় অপরিচ্ছন্ন, দূষিত পরিবেশে বসবাসরত মানুষের মধ্যে। যাদের আবাসিক অবস্থান অতটা উন্নত পর্যায়ে নয়। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশ জীবাণু ও জীবাণুর বাহকের জন্য অভ্যস্ত অনুকূল। পরিবেশ যত দূষিত হবে, সংক্রামক রোগের প্রাদুর্ভাব ততই বৃদ্ধি পাবে।