উর্দূভাষী বিহারীদের যৌথসভা হতে পল্লবীর বিহারী ক্যাম্পে অবিলম্বে পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। যৌথসভা হতে বিহারী নেতৃবৃন্দ প্রতিদিন হাজার হাজার কোটি লিটার পানি অপচয় ও অবৈধ সংযোগ এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে আবাসন, উন্নয়ন সেমিনার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের জীবন বীমা, এবং মৃত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদানের মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করব।’
সভায় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের ৬৩ মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমণ্ডপে ৫০০ কেজি করে সরকারিভাবে বরাদ্দ ডিও প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।