বালিয়াডাঙ্গীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ঠাকুরগাঁও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মুহিব, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতেরর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মো. রমজান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাকিলা আকতার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা খাতুন, বালিয়াডাঙ্গী ব্যাবসায়ী সমিতির সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, পূজামণ্ডপ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পার্থ চ্যাটার্জি, মনোরনজন দেবনাথ, সেভেন দীপ, প্রেম হরি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের ৬৩ মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন। প্রতিমণ্ডপে ৫০০ কেজি করে সরকারিভাবে বরাদ্দ ডিও প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, পূজায় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত