রাজধানীতে দুই সপ্তাহ ট্রাফিক লাইটের পাইলোটিং কার্যক্রম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮: ০৯

রাজধানী ঢাকার শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে ৭টি নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে দুই সপ্তাহব্যাপী পাইলোটিং কার্যক্রম চলবে। বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সিগন্যাল স্থাপন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস নোটে বিষয়টি জানানো হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েট কর্তৃক ২২টি সিগন্যাল স্থাপন কাজ চলমান রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। ৩০ আগস্ট থেকে দুই সপ্তাহ এসব করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলোটিং কার্যক্রম চলবে।

প্রেস নোটে আরও বলা হয়, ২৯ আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইন্টারসেকশনের পাইলোটিং কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। এ ছাড়া ট্রাফিক ক্রসিং পাইলোটিং-এর সময় পথচারী ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত