স্টাফ রিপোর্টার
রাজধানীতে বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এর যৌথ সভায় সরকারের নিকট অবিলম্বে বিহারী ক্যাম্পে পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়।
রোববার মিরপুর ১২ এর বেগুনটিলা পূর্ব কুর্মিটোলা বিহারী ক্যাম্প শাখা কার্যালয়ে বাংলাদেশি বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প শাখা পল্লবী থানা কমিটি ও এর ওয়ার্ড শাখা ও মিরপুর ১০, ১১, ১২ এর ক্যাম্প সমূহের সভাপতি, সেক্রেটারী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপত্বি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। প্রধান অতিথি ছিলেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। সভার আলোচ্য বিষয় ছিল ইন্ডিয়ান আধিপত্যবাদ ও পঞ্চম বাহিনী মোকাবিলায় করনীয় নির্নয়, পল্লবীর ছোট বড় বিহারী ক্যাম্পে অনতি বিলম্বে ওয়াসার পানির লাইন স্থাপনে সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা, জাতীয় ঐক্য সুসংহত করতে উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীর করনীয় নির্ধারণ এবং বিহারীদের পূনর্বাসন আন্দোলন জোরদার করা।
বিহারীদের যৌথ সভায় জাতীয় ঐক্য বজায় রাখতে দেশপ্রেমিক শক্তিগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও সংহতিমূলক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা হতে ডাকুস সহ নির্বাচিত সকল ছাত্র সংসদ নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। শিক্ষাঙ্গনে স্থি’তিশীলতা যাতে কোনভাবে ব্যহত না হয় তার জন্য সরকারকে সভা হতে সতর্ক থাকার আহবান জানানো হয়।
উর্দূভাষী বিহারীদের যৌথসভা হতে পল্লবীর বিহারী ক্যাম্পে অবিলম্বে পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। যৌথসভা হতে বিহারী নেতৃবৃন্দ প্রতিদিন হাজার হাজার কোটি লিটার পানি অপচয় ও অবৈধ সংযোগ এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিহারী ক্যাম্পে নতুন পানির লাইন স্থাপন না করার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিবিআরএ এর নেতৃবৃন্দ। হাজার হাজার কোটি টাকা লুটপাট হওয়ার পরও ওয়াসাতে কর্মরত পঞ্চম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ওয়াসা বর্তমানে স্বেত হস্তিতে পরিনত হয়েছে।
যৌথ সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জাহিদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কুতুবুদ্দিন শাহ, পল্লবী থানার শাখার সভাপতি মো. সাবান সাংগঠনিক সম্পাদক মোঃ মাহতাব ভাসানী, আরমান দিল্লীওয়ালা, আসলাম বকশী, সুলতান আহম্মদ, মো. সোলায়মান, আব্দুল্লাহ আলী, বেলাল আহমদ, মো. রেজা, আরমান, সাব্বির, ফয়সাল, রিয়াজ উদ্দিন মুকুল, মোঃ নাসিম, আসমা বেগম, সিমা মুলতান, নান্নু মহাজন, মো. সনু, মুর্শিদ, মো. আজগর, আনিসুর রহমান বেচু, এহসান, খুরশিদ, শওকত, কামাল খান, ওয়াহিদ, আবরার আলী মনা, আব্দুল মজিদ প্রমুখ।
রাজধানীতে বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এর যৌথ সভায় সরকারের নিকট অবিলম্বে বিহারী ক্যাম্পে পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়।
রোববার মিরপুর ১২ এর বেগুনটিলা পূর্ব কুর্মিটোলা বিহারী ক্যাম্প শাখা কার্যালয়ে বাংলাদেশি বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প শাখা পল্লবী থানা কমিটি ও এর ওয়ার্ড শাখা ও মিরপুর ১০, ১১, ১২ এর ক্যাম্প সমূহের সভাপতি, সেক্রেটারী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপত্বি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। প্রধান অতিথি ছিলেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। সভার আলোচ্য বিষয় ছিল ইন্ডিয়ান আধিপত্যবাদ ও পঞ্চম বাহিনী মোকাবিলায় করনীয় নির্নয়, পল্লবীর ছোট বড় বিহারী ক্যাম্পে অনতি বিলম্বে ওয়াসার পানির লাইন স্থাপনে সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা, জাতীয় ঐক্য সুসংহত করতে উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীর করনীয় নির্ধারণ এবং বিহারীদের পূনর্বাসন আন্দোলন জোরদার করা।
বিহারীদের যৌথ সভায় জাতীয় ঐক্য বজায় রাখতে দেশপ্রেমিক শক্তিগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও সংহতিমূলক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা হতে ডাকুস সহ নির্বাচিত সকল ছাত্র সংসদ নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। শিক্ষাঙ্গনে স্থি’তিশীলতা যাতে কোনভাবে ব্যহত না হয় তার জন্য সরকারকে সভা হতে সতর্ক থাকার আহবান জানানো হয়।
উর্দূভাষী বিহারীদের যৌথসভা হতে পল্লবীর বিহারী ক্যাম্পে অবিলম্বে পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। যৌথসভা হতে বিহারী নেতৃবৃন্দ প্রতিদিন হাজার হাজার কোটি লিটার পানি অপচয় ও অবৈধ সংযোগ এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিহারী ক্যাম্পে নতুন পানির লাইন স্থাপন না করার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিবিআরএ এর নেতৃবৃন্দ। হাজার হাজার কোটি টাকা লুটপাট হওয়ার পরও ওয়াসাতে কর্মরত পঞ্চম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ওয়াসা বর্তমানে স্বেত হস্তিতে পরিনত হয়েছে।
যৌথ সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জাহিদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কুতুবুদ্দিন শাহ, পল্লবী থানার শাখার সভাপতি মো. সাবান সাংগঠনিক সম্পাদক মোঃ মাহতাব ভাসানী, আরমান দিল্লীওয়ালা, আসলাম বকশী, সুলতান আহম্মদ, মো. সোলায়মান, আব্দুল্লাহ আলী, বেলাল আহমদ, মো. রেজা, আরমান, সাব্বির, ফয়সাল, রিয়াজ উদ্দিন মুকুল, মোঃ নাসিম, আসমা বেগম, সিমা মুলতান, নান্নু মহাজন, মো. সনু, মুর্শিদ, মো. আজগর, আনিসুর রহমান বেচু, এহসান, খুরশিদ, শওকত, কামাল খান, ওয়াহিদ, আবরার আলী মনা, আব্দুল মজিদ প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
১ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৫ ঘণ্টা আগে