
সাজেক পর্যটক শূন্য, ব্যবসায়ীদের কপালে ভাঁজ
চলতি সপ্তাহের পুজোর ছুটিকে সামনে রেখে শ খানেক রিসোর্টের সব ফুল বুকড থাকলেও এখন সব বুকিং ক্যান্সেল হচ্ছে বলে জানিয়েছে সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন। খাগড়াছড়ি সদরে সুপরিচিত একটি আবাসিক হোটেল হলো হোটেল গাইরিং। এর ব্যবস্থাপক প্রান্ত বিকাশ ত্রিপুরা বলেন, তাদের হোটেল এখন পুরোপুরি খালি।




