আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির ইশতেহারে নানা প্রতিশ্রুতি

জুলাই বিপ্লবকে স্মরণে রেখে আসন্ন সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের ইশতেহারে ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা এবং এককালীন তহবিল দিয়ে রিভার্স ব্রেন ড্রেইন করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’-এ এসব অঙ্গীকার তুলে ধরা হয়। ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশগুলো উপস্থাপন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন