সোমালীয় বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইলহানকে কংগ্রেসে কাজ করতে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।
ট্রাম্প বলেন, ‘এই সোমালীয়রা আমাদের দেশ থেকে কোটি কোটি ডলার লুটে নিয়ে গেছে। তাদের একজন প্রতিনিধি আছেন, ইলহান ওমর। তাকে কংগ্রেসওম্যান হতে দেওয়া উচিত নয় এবং তাকে আমাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।’
তিনি আরো বলেন, ইলহান ওমর সব সময় ‘সংবিধান সম্পর্কে কথা বলেন’ । তাই তাকে নিজ দেশ সোমালিয়ায় ফিরে যাওয়ার পরামর্শ দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কংগ্রেসওম্যান হতে দেওয়া উচিত নয়। কারণ তারা আমাদের দেশের স্বার্থের প্রতিনিধিত্ব করে না।’
ট্রাম্প এ সময় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘আপনাদের একজন অযোগ্য ও কুটিল গভর্নর আছেন। তিনি খুবই দুর্নীতিগ্রস্ত এবং একই সঙ্গে অযোগ্যও।’
এর আগে মন্ত্রিসভার বৈঠকে মিনেসোটার সোমালীয়-আমেরিকানদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘সোমালীয়রা প্রতি বছর মিনেসোটা থেকে কোটি কোটি ডলার লুটপাট করে এবং কোন অবদানই রাখে না। আমি তাদেরকে আমাদের দেশে দেখতে চাই না।’
এর প্রতিক্রিয়ায় ইলহান ওমর বলেন, তার ও সোমালীয় সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের মনোভাব ‘ভয়ংকর ও অস্বাস্থ্যকর’। তিনি বলেন, ‘আমি ভয় পাওয়ার মতো কেউ নই।’


ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলার ঘোষণা ট্রাম্পের