আগামীকাল থেকে শুরু হচ্ছে এএফবি লাতিন-বাংলা সুপার কাপ। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। স্বাগতিক বাংলাদেশের দল ‘রেড গ্রিন ফিউচার স্টার’, ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাব নিয়ে এই সুপার কাপ আয়োজন করা হয়েছে। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিন রেড গ্রিন ফিউচার স্টার ও সাও বার্নার্দো ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
সুপার কাপের জন্য গঠিত বাংলাদেশের দলের ১৯ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলেছে। এছাড়া ২৩ সদস্যের দলের বাকি চার খেলোয়াড় প্রবাসী। এর মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমাও আছেন। বাংলাদেশ দলের কোচ ইমরুল কায়েস বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলো সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচিত হওয়ার এবং তাদের কাছ থেকে শেখার এটি আমাদের ছেলেদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করব।’ বিতোশোক চাকমা জানান, ‘ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত।’ অন্যদিকে সুপার কাপের শিরোপা জয়ের লক্ষ্য ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবের।
বাংলাদেশ দলের সূচি
৫ ডিসেম্বর, সাও বার্নার্দো-রেড গ্রিন ফিউচার স্টার
৮ ডিসেম্বর, অ্যাথলেটিকো চার্লোন-রেড গ্রিন ফিউচার স্টার
১১ ডিসেম্বর, সাও বার্নার্দো-রেড গ্রিন ফিউচার স্টার

