রাশিয়ার সহযোগিতায় ৮ পরমাণু বিদ্যৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ১৮
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ২০
ছবি: বার্তা সংস্থা তাসনিম

রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে ইরান ও রাশিয়া সরকারের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। খবর বার্তা সংস্থা তাসনিমের।

তিনি জানান, এই চুক্তির আওতায় বুশেহরে চারটি এবং ইরানের অন্যান্য স্থানে আরো চারটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ঠিক কোন স্থানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণ করা হবে, তা পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন

ইসলামির মতে, এই পরিকল্পনায় ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি ইরানের উত্তর উপকূল বরাবর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতোমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে।

ইসলামি জানান, রাশিয়ার সহযোগিতায় এই নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের ফলে ইরান ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তার মতে, এটা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বাধীনতা এবং টেকসই উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত