
আমার দেশ অনলাইন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ও শান্তি স্থাপনে তিনি অত্যন্ত দক্ষ। রোববার ইসরাইলে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গাজা যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ পর্যন্ত আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এ সময় আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কথা উঠলে তিনি বলেন, দেশে ফিরে সেটাও দেখব। আমি অন্য একটি যুদ্ধ থামাতে যাচ্ছি, কারণ যুদ্ধ বন্ধে এবং শান্তি স্থাপনে আমি পারদর্শী। এটা করা সম্মানের উল্লেখ করে তিনি বলেন, আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি।
গত শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেশ দুটির কয়েক ডজন সেনাসদস্য নিহত হন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।
তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান দেশটির আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে।
মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, নোবেল কমিটিকে সুবিচার করতে হবে। ২০২৫ সালে ঘটে যাওয়া এবং সম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তারা অন্য সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি প্রাণ বাঁচানোর জন্য।
ইসরাইলের আইনসভা নেসেটে সোমবার ট্রাম্প ভাষণ দিয়েছেন। যেখান থেকে তিনি মিসরের শারম আল শেখে যান গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ও শান্তি স্থাপনে তিনি অত্যন্ত দক্ষ। রোববার ইসরাইলে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গাজা যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ পর্যন্ত আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এ সময় আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কথা উঠলে তিনি বলেন, দেশে ফিরে সেটাও দেখব। আমি অন্য একটি যুদ্ধ থামাতে যাচ্ছি, কারণ যুদ্ধ বন্ধে এবং শান্তি স্থাপনে আমি পারদর্শী। এটা করা সম্মানের উল্লেখ করে তিনি বলেন, আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি।
গত শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেশ দুটির কয়েক ডজন সেনাসদস্য নিহত হন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।
তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান দেশটির আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে।
মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, নোবেল কমিটিকে সুবিচার করতে হবে। ২০২৫ সালে ঘটে যাওয়া এবং সম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তারা অন্য সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি প্রাণ বাঁচানোর জন্য।
ইসরাইলের আইনসভা নেসেটে সোমবার ট্রাম্প ভাষণ দিয়েছেন। যেখান থেকে তিনি মিসরের শারম আল শেখে যান গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য।

বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ সত্ত্বেও চলতি শতক শেষে সারা বিশ্বের তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, যা বৈশ্বিক তাপমাত্রার ১.৫ ডিগ্রি বৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে অনেক বেশি।
৩৫ মিনিট আগে
আমেরিকার হাতে গত বছর গাজায় গণহত্যার বিষয়ে কিছু গোয়েন্দা তথ্য এসেছিল। ইসরাইলের সামরিক আইনজীবীরা এসব তথ্যে গাজায় আগ্রাসনে যুদ্ধাপরাধের প্রমাণ থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছিলেন। শুক্রবার ওয়াশিংটন প্রশাসনের সাবেক পাঁচ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পরও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরও মৃতদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলমুতালিব হাক্কানি জানিয়েছেন, গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪ হাজার ৭৮৭টি পরিবার, ইরান থেকে ১ হাজার ২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার ফিরে এসেছে।
১১ ঘণ্টা আগে