স্টাফ রিপোর্টার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ইইউ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে।
এই নিষেধাজ্ঞার পাশাপাশি, যুক্তরাষ্ট্র-সমর্থিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হলে রাশিয়ার ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইইউ নেতারা।
ইইউর এক বৈঠকে ২৭ সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা নিষেধাজ্ঞাগুলো অনুমোদন করেছে বলে জানিয়েছে জোটের প্রেসিডেন্সি পোল্যান্ড। ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নতুন এ নিষেধাজ্ঞায় প্রায় ২০০টি তেল ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই ট্যাংকারগুলো রুশ তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া রুশ সেনাবাহিনীর জন্য পণ্য সরবরাহে সহায়তার অভিযোগে ভিয়েতনাম, সার্বিয়া ও তুরস্কের কিছু কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আরও ডজনখানেক রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞায় যুক্ত করা হচ্ছে। যার ফলে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় আসা সংখ্যা প্রায় ২,৪০০-তে পৌঁছাবে।
নতুন নিষেধাজ্ঞায় ব্যক্তিগতভাবে কয়েকজন রাশিয়ান নাগরিকের ওপরও ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে ইইউ কর্মকর্তারা বলেছেন, এ প্যাকেজটি আগের তুলনায় অপেক্ষাকৃত সীমিত। কারণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে।
মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস হুঁশিয়ারি দিয়েছেন, এই সপ্তাহে শান্তি আলোচনায় ‘বাস্তব অগ্রগতি’ না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
পুতিন ও জেলেনস্কি আলোচনায় বসলে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে ওই বৈঠকে যোগ দিতে পারেন। তবে এখনও ক্রেমলিন পুতিনের অংশগ্রহণের কোনো ইঙ্গিত দেয়নি।
এমএস
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ইইউ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে।
এই নিষেধাজ্ঞার পাশাপাশি, যুক্তরাষ্ট্র-সমর্থিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হলে রাশিয়ার ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইইউ নেতারা।
ইইউর এক বৈঠকে ২৭ সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা নিষেধাজ্ঞাগুলো অনুমোদন করেছে বলে জানিয়েছে জোটের প্রেসিডেন্সি পোল্যান্ড। ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নতুন এ নিষেধাজ্ঞায় প্রায় ২০০টি তেল ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই ট্যাংকারগুলো রুশ তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া রুশ সেনাবাহিনীর জন্য পণ্য সরবরাহে সহায়তার অভিযোগে ভিয়েতনাম, সার্বিয়া ও তুরস্কের কিছু কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আরও ডজনখানেক রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞায় যুক্ত করা হচ্ছে। যার ফলে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় আসা সংখ্যা প্রায় ২,৪০০-তে পৌঁছাবে।
নতুন নিষেধাজ্ঞায় ব্যক্তিগতভাবে কয়েকজন রাশিয়ান নাগরিকের ওপরও ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে ইইউ কর্মকর্তারা বলেছেন, এ প্যাকেজটি আগের তুলনায় অপেক্ষাকৃত সীমিত। কারণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে।
মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস হুঁশিয়ারি দিয়েছেন, এই সপ্তাহে শান্তি আলোচনায় ‘বাস্তব অগ্রগতি’ না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
পুতিন ও জেলেনস্কি আলোচনায় বসলে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে ওই বৈঠকে যোগ দিতে পারেন। তবে এখনও ক্রেমলিন পুতিনের অংশগ্রহণের কোনো ইঙ্গিত দেয়নি।
এমএস
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৪ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৫ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
৫ ঘণ্টা আগে