আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান-তুরস্কের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের খনিজ চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

পাকিস্তান-তুরস্কের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের খনিজ চুক্তি স্বাক্ষর
পাকিস্তানের তেল ও গ্যাস মন্ত্রী আলি পারভেজ মালিক ও তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারস্লান বায়রাকতার। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও তুরস্ক গ্যাস এবং খনিজ খাতে মঙ্গলবার একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিগুলো মূলত সমুদ্র তলদেশের খনন কার্যক্রমকে উন্নীত করতে ৩০০ মিলিয়নের বেশি বিনিয়োগ আকর্ষণ করবে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারস্লান বায়রাকতার পাকিস্তান সফরের সময় জানান, তুরস্ক পাকিস্তানের সঙ্গে তেল ও গ্যাস অনুসন্ধান, শক্তি অবকাঠামো এবং খনিজ খাতে আরো প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, "আমাদের ৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য অর্জনে শক্তি ও খনিজ খাতে আরও গভীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

পাকিস্তানের তেল ও গ্যাস মন্ত্রী আলি পেরভেজ মালিক বলেন, এই চুক্তিগুলো শক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।

চুক্তির মধ্যে ছিল ইস্টার্ন অফশোর ইন্দাস-সি-এর অ্যাসাইনমেন্ট ডিড, জিয়ারাত নর্থ ব্লক, সুখপুর-২ ব্লক এবং অফশোর ডিপ-সি ও ডিপ-এফ ব্লকের তেল অনুসন্ধান অনুমতি।

মারি এনার্জিজ, ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি (ওজিডিসি) এবং পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকরা ও পরিকল্পিত প্রকল্পগুলো উপস্থাপন করেন এবং তুর্কি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, তুর্কি পেট্রোলিয়ামের একটি অফিস ইসলামাবাদে ডিসেম্বর থেকে খোলা হবে, যেখানে ১০ জন তুর্কি নাগরিক স্থানীয় কর্মীদের সঙ্গে কাজ করবেন।

এছাড়াও পাকিস্তান বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বেসরকারি বিনিয়োগকারীদের জন্য নিলাম করার প্রক্রিয়ায় তুর্কি প্রতিষ্ঠানগুলোর আগ্রহকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস আহমেদ খান লেঘারি বলেন, তুরস্কের শক্তি খাতের প্রাইভেট সেক্টরের অভিজ্ঞতা পাকিস্তানের জন্য শিক্ষণীয়। তিনি ঘোষণা করেন যে, শিগগিরই তিনটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নিলামের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন