আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের শপথগ্রহণ

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের শপথগ্রহণ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার তাকে শপথ পাঠ করান দেশটির আইনসভা জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ।

যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পদ কার্যত শূন্য হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ৫৬ বছর বয়সী রদ্রিগেজ।

বিজ্ঞাপন

বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ক্ষমতাসীন দলের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত শ্রম আইনজীবী ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, ‘আমাদের মাতৃভূমির বিরুদ্ধে অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের ওপর যে দুর্ভোগ নেমে এসেছে, তার জন্য আমি ব্যথিত।’

এ সময় মাদুরো ও তার স্ত্রীকে ‘বীর’ আখ্যা দেন রদ্রিগেজ। একই সঙ্গে ‘দেশের শান্তি, জনগণের আধ্যাত্মিক প্রশান্তি, জনগণের অর্থনৈতিক ও সামাজিক প্রশান্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

মাদুরোর অন্যতম মিত্র রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। সূত্র : বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...