আফগানিস্তানে ভূমিকম্পে হাজার ছাড়াল মৃতের সংখ্যা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৭
ছবি: বিবিসি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো তিন হাজার ২৫১ জন মানুষ। আজ মঙ্গলবার আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে আট হাজারের বেশি ঘরবাড়ি। খবর আল জাজিরার।

রোববার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আটকাপড়াদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে কয়েকটি সড়ক বন্ধ হয়ে গিয়েছিল, তবে অধিকাংশই পুনরায় চালু করা হয়েছে। অবশিষ্ট সড়কও খুলে দেয়ার কাজ চলছে, যাতে দুর্গম এলাকায় পৌঁছানো সহজ হয়।

বিজ্ঞাপন

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা কুনার প্রদেশ। কোনো কোনো গ্রাম পুরো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আফগান সরকার।

প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনো কতজন আটকা পড়ে আছেন, তা আমরা সঠিকভাবে অনুমান করতে পারছি না। আমাদের প্রচেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার অভিযান সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ত্রাণ বিতরণ শুরু করা।’

প্রত্যন্ত গ্রাম থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত