আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪০ দিনের বেশি অনশনে গুরুতর অসুস্থ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ বিক্ষোভকারীরা

হাসপাতালে ভর্তি অনেকে; ব্রিটিশ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

আমার দেশ অনলাইন
৪০ দিনের বেশি অনশনে গুরুতর অসুস্থ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ বিক্ষোভকারীরা

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের একাধিক বিক্ষোভকারী ৪০ দিনের বেশি অনশন চালানোর পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রিটিশ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং গণমাধ্যম প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত এক সপ্তাহে অন্তত পাঁচজন অনশনকারীকে হাসপাতালে নিতে হয়েছে।

স্কাই নিউজ পর্যালোচিত বিক্ষোভকারীদের আইনজীবীদের নথি অনুযায়ী, অনশনে থাকা আটজনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচজন হাসপাতালে ভর্তি ছিলেন। এই অনশনকে ১৯৮১ সালের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় অনশন আন্দোলন হিসেবে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

গ্রুপটির চারজনের বিরুদ্ধে ২০২৪ সালে ইসরাইল-সম্পৃক্ত একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। বাকি চারজনের বিরুদ্ধে জুন মাসে একটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটিতে হামলার অভিযোগ, যেখানে দুটি সামরিক জেট ক্ষতিগ্রস্ত হয়।

কামরান আহমেদ ৩৩ দিন ধরে অনশনে রয়েছেন। গত ২১ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দু’বার হাসপাতালে ভর্তি করা হয়েছে, সর্বশেষ সোমবার। বিচার শুরুর অপেক্ষায় তিনি এক বছর ধরে রিমান্ডে রয়েছেন। তার বোন শাহমিনা আলম স্কাই নিউজকে বলেন, পরিবারটি “সবচেয়ে ভয়াবহ ফোন কলের” আশঙ্কায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, “আমি রাতে ঘুমাতে পারি না, সব সময় মনে হয় সেই ভয়ংকর ফোনটা আসবে।’’

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ কেজি ওজন কমে যাওয়ার পর আহমেদ মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, বুকে চাপ এবং শরীরে উচ্চ কিটোন মাত্রায় ভুগছেন।

স্কাই নিউজ পর্যালোচিত নথিতে আরও বলা হয়, অনশনের ৪০তম দিনে থাকা কেসার জুহরাহর বিশ্রাম অবস্থায় হার্টবিট মিনিটে ১০০-এর বেশি। একইভাবে, ৪০ দিন অনশনে থাকা অ্যামি গার্ডিনার-গিবসন দীর্ঘমেয়াদি অনাহারের গুরুতর প্রভাব অনুভব করছেন। তার পেশিতে খিঁচুনি হচ্ছে এবং হাঁটতে না পারায় তাকে হুইলচেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরএএফ ব্রাইজ নর্টন ঘাঁটিতে অনুপ্রবেশের ঘটনায় ষড়যন্ত্রমূলক অপরাধের অভিযোগে অভিযুক্ত।

এ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লেবার পার্টির এমপি জন ম্যাকডোনাল্ড বলেন, “অনশনে থাকা প্যালেস্টাইন অ্যাকশন বন্দি কেসার জুহরাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি তার শরীরের ওজনের ১৩ শতাংশ হারিয়েছেন। এটি একটি জরুরি পরিস্থিতি—আমি বিচারমন্ত্রী ডেভিড ল্যামিকে এখনই হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি।”

কোভেন্ট্রি সাউথের এমপি জারা সুলতানা সতর্ক করে বলেন, “এই লেবার সরকার হস্তক্ষেপ না করলে তারা মারা যেতে পারেন।” তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ডেভিড ল্যামির উদ্দেশে বলেন, “রক্ত আপনাদের হাতেই লাগবে।”

তবে সব এমপি একই সুরে কথা বলেননি। গ্রেট ইয়র্মাউথের এমপি রুপার্ট লো মন্তব্য করেন, “অনশনে থাকা প্যালেস্টাইন উন্মাদদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। নিজেরা সামলে নিন। ক্ষুধার্ত? একটা স্যান্ডউইচ খান। আমাদের কোনো মাথাব্যথা নেই।”

অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি এবং রাজনীতিকদের পরস্পরবিরোধী প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যে এই ইস্যু নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন