আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিডনির সমুদ্রসৈকতে বন্দুক হামলাকে সন্ত্রাসী ঘটনা ঘোষণা অস্ট্রেলিয়ার

আতিকুর রহমান নগরী

সিডনির সমুদ্রসৈকতে বন্দুক হামলাকে সন্ত্রাসী ঘটনা ঘোষণা অস্ট্রেলিয়ার
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় ১২ জন মারা গেছে, আহত হয়েছেন আরো ১২ জন। রোববার অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সৈকতে হামলায় হত্যাকান্ডের এই ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ঘটনার পরিস্থিতি বিবেচনা করে, আমি এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করছি।’

বিজ্ঞাপন

হনুক্কা অনুষ্ঠানের সময় শহরের ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস।

পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা নিশ্চিত করে বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। ঘটনার সময় পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছে, এছাড়া সন্দেহভাজন দ্বিতীয় বন্দুকধারীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরো জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীদের একটি গাড়ি পেয়েছে যেখানে নিজেদের তৈরি অনেক বিস্ফোরক ডিভাইস ছিল। এ থেকে বুঝা যায় হামলাকারীরা অনেক বড় আক্রমণের প্রস্তুতি নিয়ে এসেছিল।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন