ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানে যুক্তরাস্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা দেখছেন তিনি। শুক্রবার বৈরুতে লেবাননের হাউস স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা বিক্ষোভে হস্তক্ষেপ করেছে এবং এটা সত্য। মূলত তাদের হস্তক্ষেপের কারণেই জনগণের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠেছে।’
আরাগচি তার দেশে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘তারা আগেও চেষ্টা করেছিল এবং তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। যদি তারা এর পুনরাবৃত্তি করে, ফলাফল একই রকম হবে।’ এসময় গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বিক্ষোভ দমনের চেষ্টা করে যাচ্ছে ইরান সরকার। রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। শুক্রবার দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

