আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুতিন-এরদোয়ান বৈঠক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক

আমার দেশ অনলাইন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে আন্তর্জাতিক শান্তি ও আস্থা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে একথা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষেণ করছে তার দেশ। যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনার আয়োজন করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপন

বৈঠকে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। এরদোয়ান বলেন, ‘একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অবসানে চেষ্টা করা জরুরি। আলোচনায় উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেয়া হলে অগ্রগতি অর্জন করা যেতে পারে।’ বৈঠকে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তি প্রচেষ্টার প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

দুই নেতা ফিলিস্তিন ও সিরিয়ার পরিস্থিতি, পাশাপাশি দক্ষিণ ককেশাসের শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন