আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

ইসরাইলি বাহিনী বুধবার দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নূর শামস শরণার্থী শিবিরে অন্তত ২৫টি ভবন গুঁড়িয়ে দিয়ছে। এই ভবনগুলোতে প্রায় ১০০ পরিবার বসবাস করত। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই অভিযান সশস্ত্র গোষ্ঠী নির্মূলের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

নূর শামস শিবিরটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বুধবার ভোরে ইসরাইলি সেনাবাহিনী বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ভবনগুলো ধ্বংস করে দেয়, যার ফলে আকাশে ঘন ধুলোর কুণ্ডলি ছড়িয়ে পড়ে। বহু বাসিন্দা দূর থেকে এ দৃশ্য দেখে।

শিবিরের বাসিন্দা মুতাজ মাহর তার ভবন ভাঙার সময় অনুভূতি জানিয়ে বলেন, "আমাদের ঘরবাড়ি, পাড়া-প্রতিবেশী এবং স্মৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত বেদনাদায়ক।" তিনি আরও বলেন, "দখলদার বাহিনী আমাদের ক্লান্ত ও চাপে ফেলতে চাইছে।"

নূর শামস শিবিরের জনপ্রিয় কমিটির সদস্য নিহায়া আল-জেন্দি জানান, চলতি বছরের শুরুতেই সামরিক অভিযান শুরুর আগেই শত শত পরিবার তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। তিনি বলেন, "আজও শিবিরের দেড় হাজারের বেশি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারেনি। এটি একটি বড় বিপর্যয়।"

বিশ্বের সামনে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এটি এক ভয়াবহ মানবিক দুর্যোগ বলেও মন্তব্য করেন তিনি।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "নূর শামস এলাকায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই ভবনগুলো ভাঙা হয়েছে।" এতে বলা হয়, "উত্তর সামারিয়া অঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে।"

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...