আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২: ০৬
ছবি: আল জাজিরা

আয়ারল্যান্ডের ডাবলিনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর আল জাজিরার।

ডাবলিনের আশ্রয়প্রার্থীদের আবাসস্থল সিটিওয়েস্ট হোটেল প্রাঙ্গণে ২৬ বছর বয়সী এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন করেছে, এমন খবর প্রকাশের পর বিক্ষোভকারীরা দলে দলে বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তি একজন আশ্রয়প্রার্থী। তবে পুলিশ তার জাতিগত পরিচয় নিশ্চিত করেনি। ঘটনার সময় ওই শিশুটি রাষ্ট্রের তত্ত্বাবধানে ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার আশ্রয়প্রার্থীদের হোটেলের কাছে অনুষ্ঠিত বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে। তারা ‘আইরিশদের জীবন গুরুত্বপূর্ণ’, ‘তাদের বের করে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। হোটেল কমপ্লেক্স থেকে তাদের দূরে ঠেলে দেয়ার জন্য পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

আরএ

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত