ইসরাইলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১: ২৬
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২: ০০
ছবি: আল মায়াদিন

ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানান। তিনি বলেন, তেলআবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের

বুধবার ওই হামলার পর জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হুথিদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, একথা আগে জানা যায়নি।

বিজ্ঞাপন

টেলিগ্রামে দেওয়া বার্তায় ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।

তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের হামলা সফল হয়েছে। হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যায় হাজার হাজার মানুষ।

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানান সারি।

এক বিবৃতিতে অভিযানকে একটি ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে চিহ্নিত করে হুথি বিদ্রোহীরা। এতে বলা হয়, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সমর্থন প্রকাশ করতেই এ হামলা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইয়েমেন বিজয়ীদের দেশ। দেশটি ফিলিস্তিনের প্রতি তার কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো চ্যালেঞ্জেই তার অবস্থান থেকে পিছু হটবে না।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত