আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ত্রিপুরায় নিজের অস্ত্রে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

আমার দেশ অনলাইন

ত্রিপুরায় নিজের অস্ত্রে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

ত্রিপুরার ধর্মনগরে দায়িত্ব পালনকালে বিএসএফের এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫) এবং তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যম ত্রিপুরা টাইমস জানায় ঘটনাটি সোমবার গভীর রাতে মাহেশপুর এলাকায় ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ জানায়, উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে বিপিন কুমার আহত হন। ঘটনার বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন