লেবাননে ইসরাইলি হামলায় ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৫

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৪
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭
ছবি: আল জাজিরা

দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরাইলি ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে জানিয়েছেন লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। খবর আল জাজিরার।

নাবিহ বেরি জানিয়েছেন হামলায় ওই শিশুদের মা আহত হয়েছেন। গত বছরের নভেম্বর থেকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরো দুজন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশুর নাম সেলিন, হাদি ও আসিল।

তিনি বলেন, লেবাননের শিশুরা কি ইসরাইলের জন্য অস্তিত্বের জন্য কোনো হুমকি তৈরি করছে?

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘নতুন হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘যা ঘটেছে তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ।’

ইসরাইল দাবি করেছে, ওই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন। তবে এতে বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে বলেও স্বীকার করেছে দেশটি।

ইসরাইল প্রায়শই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অবস্থানগুলোতে হামলা চালায়। তেলআবিবের দাবি, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি যাতে সামরিক শক্তি বাড়াতে না পারে, সেজন্যই হামলা চালানো হয়।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত