ইসরাইলকে ফরাসি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

পশ্চিম তীর অধিগ্রহণ হবে ‘রেড লাইন’ অতিক্রমের শামিল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১: ৩৩
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিন রাষ্ট্রকে শক্তিশালী করতে আইনি, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে কাজ করতে একটি যৌথ কমিটি গঠন করবে ফিলিস্তিন ও ফ্রান্স। মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, পশ্চিম তীর অধিগ্রহণ ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরকে আংশিক বা সম্পূর্ণভাবে সংযুক্ত করে, তাহলে ফ্রান্স তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস বলেন, তিনি সাংবিধানিক কমিটি দ্রুত প্রতিষ্ঠার বিষয়ে একমত।

ম্যাক্রোঁ ইসরাইলকে সতর্ক করে বলেন, পশ্চিম তীর অধিগ্রহণের যেকোনো প্রচেষ্টা হবে ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল।

তিনি আরো বলেন, ফ্রান্স দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন সম্প্রসারণের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরাইলের এ ধরণের কর্মকাণ্ড অধিকৃত পশ্চিম তীরের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান তিনি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত