আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন শুভেন্দু

আমার দেশ অনলাইন

মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন শুভেন্দু
ছবি: সংগৃহীত।

ভারতে কয়লা কেলেঙ্কারির বিষয়ে কথা তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসময় তিনি কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে জড়িত বলে অভিযোগ তোলেন। এর বিপরীতে প্রমাণ দাখিল করতে না পারায় মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে এই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। ১০০ কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির

বিজ্ঞাপন

নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবেই আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।

আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম এবং আমি সেকথা রেখেছি। আজই আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। দয়া করে আপনি অভিজ্ঞ আইনজীবীদের সাথে দ্রুত যোগাযোগ করুন, নাহলে আপনাকে অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, সেই অর্থ আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করবো।’

অধিকারী, এর আগে তার আইনজীবীর মাধ্যমে ব্যানার্জিকে কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে দাবি করেছেন যে ব্যানার্জি ৮ এবং ৯ জানুয়ারী প্রকাশ্যে তাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি কথিত কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত করেছিলেন। কিন্তু এর বিপরীতে প্রমাণ বা তথ্য প্রকাশ করতে পারেন নি।

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়েই আপত্তি জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি আইনি নোটিশ পাঠান তিনি। কীসের ভিত্তিতে মমতা ওই মন্তব্য করেন, ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রামাণ্য নথি চেয়েছিলেন শুভেন্দু। ওই সময়সীমা অতিক্রম করার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...