ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না।
শনিবার সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আইনি, রাজপথসহ সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। প্রয়োজনে আসনে তাদের প্রতিরোধ করবো আমরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

