আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী

কুমিল্লা প্রতিনিধি

মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী

কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর বলেছেন, আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র। শনিবার সন্ধ্যায় ফেসবুকে তিনি এ বক্তব্য শেয়ার করেন।

সেখানে তিনি আরো বলেন, আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে, সেটাই চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে, এবং মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে।

বিজ্ঞাপন

ধৈর্য রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয় আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।

শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করছে নির্বাচন কমিশন। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

এই আসনে ১০ দলীয় নির্বাচনি জোট থেকে নির্বাচন করছেন আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন