আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ফের সামরিক অভিযান শুরুর হুমকি ইসরাইলের

আমার দেশ অনলাইন
গাজায় ফের সামরিক অভিযান শুরুর হুমকি ইসরাইলের
ছবি: মিডল ইস্ট মনিটর

যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও গাজায় আবারো সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার পর গাজায় হামাসকে নির্মূল করতে সামরিক অভিযান ফের শুরু করা হবে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর মিডল ইস্ট মনিটরের

কাৎজ বলেন, ‘জিম্মিদের ফিরিয়ে দেয়ার পর ইসরাইলের বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে গাজায় হামাসের সকল সুড়ঙ্গ পথ ধ্বংস করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গাজাকে বেসামরিকীকরণ এবং হামাসকে নিরস্ত্র করার নীতি বাস্তবায়নের এটিই প্রাথমিক শর্ত।’

কাৎজ জানান, তিনি ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে এ অভিযান বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। তা সত্ত্বেও সামরিক অভিযান শুরুর এ ঘোষণা দিলেন কাৎজ।

চুক্তি সত্ত্বেও, কাৎজের মন্তব্য স্পষ্ট করে যে ইসরাইল যুদ্ধবিরতিকে গাজা উপত্যকায় হামলা বন্ধ করার পদক্ষেপ হিসেবে নয় বরং পুনরায় শুরু করার আগে একটি অস্থায়ী বিরতি হিসেবে দেখে।

ইসরাইলি সেনাবাহিনীকে নতুন অভিযানের প্রস্তুতির জন্য প্রকাশ্যে নির্দেশ দেয়া, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বড় আকারের অভিযান আবার শুরু করার ইঙ্গিত দেয়।

ইসরাইলের সামরিক অভিযানে ইতোমধ্যেই ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন