
আন্তর্জাতিক ডেস্ক

গাজায় কাগজে-কলমে চলছে যুদ্ধবিরতি। কিন্তু থেমে নেই ইসরাইলি আগ্রাসন। প্রতিদিনই বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর দুই বছর পর এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু। তবে অঙ্গহানি হয়েছে কমপক্ষে ছয় হাজার ফিলিস্তিনির, যার মধ্যে ২৫ শতাংশই শিশু। আর ১২ দশমিক ৭ শতাংশ নারী। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার কারণে চিকিৎসা সরবরাহ এবং সহায়ক সরঞ্জামের তীব্র ঘাটতি থাকায় আহত ও অঙ্গহীন হওয়া মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ এবং তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
গাজা যুদ্ধে এখন পর্যন্ত আহত হয়েছে এক লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি। নিখোঁজ রয়েছে প্রায় ৯ হাজার ৫০০ জন। অনেকেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকা পড়েছেন অথবা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার আওতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেই গাজার এক হাজার ৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। মূলত যেসব এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে ছিল, সেসব এলাকার বাড়িঘর সবকিছুই এখন ধ্বংস্তূপে পরিণত হয়েছে। এ সংক্রান্ত একাধিক স্যাটেলাইট ইমেজ যাচাইয়ের পর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত ৮ নভেম্বর স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বিবিসির হাতে আসে। সেসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, গাজার যেসব এলাকা আইডিএফের নিয়ন্ত্রণে থাকার পরও অক্ষত ছিল তা এই এক মাসের মধ্যে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা ঘরবাড়ির সংখ্যা আরো বেশি হতে পারে।
কিছু বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন, ভবন ধ্বংসের মাধ্যমে ইসরাইল শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে ইসরাইল যা আমেরিকা, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল। তবে আইডিএফের একজন মুখপাত্র বিবিসি ভেরিফাইডকে বলেছেন, যুদ্ধবিরতি কাঠামো অনুসরণ করেই কাজ করছেন তারা।

গাজায় কাগজে-কলমে চলছে যুদ্ধবিরতি। কিন্তু থেমে নেই ইসরাইলি আগ্রাসন। প্রতিদিনই বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর দুই বছর পর এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু। তবে অঙ্গহানি হয়েছে কমপক্ষে ছয় হাজার ফিলিস্তিনির, যার মধ্যে ২৫ শতাংশই শিশু। আর ১২ দশমিক ৭ শতাংশ নারী। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার কারণে চিকিৎসা সরবরাহ এবং সহায়ক সরঞ্জামের তীব্র ঘাটতি থাকায় আহত ও অঙ্গহীন হওয়া মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ এবং তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
গাজা যুদ্ধে এখন পর্যন্ত আহত হয়েছে এক লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি। নিখোঁজ রয়েছে প্রায় ৯ হাজার ৫০০ জন। অনেকেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকা পড়েছেন অথবা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার আওতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেই গাজার এক হাজার ৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। মূলত যেসব এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে ছিল, সেসব এলাকার বাড়িঘর সবকিছুই এখন ধ্বংস্তূপে পরিণত হয়েছে। এ সংক্রান্ত একাধিক স্যাটেলাইট ইমেজ যাচাইয়ের পর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত ৮ নভেম্বর স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বিবিসির হাতে আসে। সেসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, গাজার যেসব এলাকা আইডিএফের নিয়ন্ত্রণে থাকার পরও অক্ষত ছিল তা এই এক মাসের মধ্যে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা ঘরবাড়ির সংখ্যা আরো বেশি হতে পারে।
কিছু বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন, ভবন ধ্বংসের মাধ্যমে ইসরাইল শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে ইসরাইল যা আমেরিকা, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল। তবে আইডিএফের একজন মুখপাত্র বিবিসি ভেরিফাইডকে বলেছেন, যুদ্ধবিরতি কাঠামো অনুসরণ করেই কাজ করছেন তারা।

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১৯ মিনিট আগে
পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। বুধবার একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দ্বিতল বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
৪০ মিনিট আগে
দিল্লিতে লাল কেল্লার কাছে সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। আটক হয়েছে হাজারো মানুষ। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নামে কাশ্মীরিদের ভয় দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার এমপিদের পক্ষ থেকে কোনো চ্যালেঞ্জ ছোড়া হলে তার বিরুদ্ধে তিনি লড়বেন বলে স্পষ্ট করেছেন মিত্ররা। কিয়ার স্টারমারের অনুগতদের আশঙ্কা, আগামী বাজেটের পরপরই তার পদ নিয়ে তাৎক্ষণিকভাবে হুমকির মুখে পড়তে পারেন তিনি।
২ ঘণ্টা আগে