আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানে আগুনে পুড়লো ১৭০টির বেশি ভবন

আমার দেশ অনলাইন

জাপানে আগুনে পুড়লো ১৭০টির বেশি ভবন
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় একটি শহরে ১৭০টিরও বেশি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত রাতভর আগুন জ্বলেছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের প্রায় ১৭৫ জন বাসিন্দা জরুরি আশ্রয় কেন্দ্রে চলে গেছেন।

আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিকান্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কালো কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন কাছাকাছি বনাঞ্চলীয় ঢালেও ছড়িয়ে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন