আমার দেশ

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে: কাতার

আমার দেশ অনলাইন
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে: কাতার

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটি এই হামলাকে অবিবেচক পদক্ষেপ যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও মন্তব্য করেছে।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল-আনসারি বলেন, এই হামলা এমন এক সময় চালানো হয়েছে, যখন ইরান ওয়াশিংটনের সঙ্গে “একটি ইতিবাচক কূটনৈতিক প্রক্রিয়ায়” অগ্রসর হচ্ছিল, যার সঙ্গে বহু আঞ্চলিক দেশও যুক্ত ছিল।

বিজ্ঞাপন

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাতার এখনো সক্রিয় রয়েছে এবং “আমরা বিশ্বাস করি, একটি চুক্তিতে পৌঁছাতে আমেরিকার আগ্রহ রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন