মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস সদস্য র্যান্ডি ফাইন ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দম্ভ করে বলেন, তাকে ইসলামোফোবিক বললেও, কোনো পরোয়া করেন না। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।
কংগ্রেস সদস্য ফাইন প্রায়ই ফিলিস্তিনি বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় তারা যেতে পারেন না।
সঠিক তথ্য হলো ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরাইলি সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থেই ফিলিস্তিনি শহরে প্রবেশের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সতর্ক করে সাইনবোর্ড রয়েছে।
কিন্তু ইসরাইলি বাহিনীর মাধ্যমে সশস্ত্র এবং সুরক্ষিত বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে ফিলিস্তিনি গ্রামে হামলা এবং লুটপাট চালায়। এই বছর বসতি স্থাপনকারীদের আক্রমণে কমপক্ষে দুইজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
শুনানির সময় আমেরিকার জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি মর্টন ক্লেইনের কাছে ফাইন জানতে চান, ‘যখন আপনি এমন একদল মানুষকে মোকাবিলা করবেন, যারা ক্রমাগত ইসরাইলের ধ্বংসের চায়, যারা ‘ইহুদিরা এই এলাকায় প্রবেশ করতে পারবে না’, ‘আমরা ইহুদি মুক্ত থাকতে চাই’, আপনি কীভাবে এদের সঙ্গে শান্তি স্থাপন করবেন?
ক্লেইন বলেন, ইসলামের ‘সংস্কার’ করা উচিত এবং ইসরাইলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেয়া উচিত। তিনি আরো বলেন, ‘কেউই এ বিষয়ে কথা বলতে চায় না। তারা ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হতে ভয় পান।’
ফাইন তাকে বাধা দিয়ে বলেন, ‘আমি এতে ভয় পাই না। আমি জানি না যারা আপনার ধ্বংস চায় তাদের সঙ্গে আপনি কীভাবে শান্তি স্থাপন করবেন। আমার মনে হয় আপনি প্রথমে তাদের ধ্বংস করুন।’
আরএ


রাশিয়া থেকে উৎক্ষেপণ হবে ইরানের তিনটি স্যাটেলাইট
আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের