১৪ তম সন্তানের বাবা হলেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ২০: ০৮

বিশ্বের সবচেয়ে ধনী, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। মাস্কের অনুমোদনের পরই সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। যা তাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ নিয়ে ধনী ব্যক্তির তকমা দিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত