রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে ফের ট্রাম্পের হুমকি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২: ১৩
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২: ২৩
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে তাদের বিপুল পরিমাণ শুল্কের বোঝা বয়ে বেড়াতে হবে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলেছি। তিনি বলেছেন রাশিয়া থেকে তেল কিনবেন না।’ এই নিয়ে গত পাঁচদিনে তৃতীয়বারের মতো এমন দাবি করলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের বিষয়ে ভারত অবগত নয় নয়াদিল্লির এমন দাবি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘যদি তারা তাই বলে, তবে বিশাল অঙ্কের শুল্ক দেয়া চালিয়ে যাবে। আর তারা এটা করতে চায় না।’

এরআগে বুধবার ট্রাম্প বলেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সেদিন দুই নেতার মধ্যে কোনো টেলিফোন কথোপকথনের বিষয়ে তারা অবগত নয়।

২০২২ সালে ইউক্রেনে আক্রমণের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলা কেনা বন্ধের ঘোষণা দেয়। মস্কোর ওপর নানা দেশের নিষেধাজ্ঞা আরোপের পর ভারত এখন ছাড়ে বিক্রি হওয়া রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা।

আর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত