আমার দেশ অনলাইন
নিষেধাজ্ঞার তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। আজ (শুক্রবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত সিরিয়া। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘এই পদক্ষেপের ফলে সিরিয়ার নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সিরিয়া বিশ্বাস করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।’
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘সিরিয়ার সরকার সার্বভৌমত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে সকল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিশ্চিত করছে; যাতে সিরিয়ার জনগণ এবং এই অঞ্চলের জনগণের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় থাকে।’
সোমবার মার্কিন ট্রেজারি ঘোষণা করে, তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। যার ফলে দামেস্কের সঙ্গে ওয়াশিংটনের কোম্পানিগুলোর ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করার পথ পরিষ্কার হলো।
সিরিয়ার সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রাশিয়ায় পালিয়ে যান বাশার এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা।
গত মাসে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল সিরিয়ায় সফরে গিয়েছিলেন। এই দলটিতে ছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য জিয়ান্নে শাহীন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক।
আরএ
নিষেধাজ্ঞার তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। আজ (শুক্রবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত সিরিয়া। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘এই পদক্ষেপের ফলে সিরিয়ার নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সিরিয়া বিশ্বাস করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।’
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘সিরিয়ার সরকার সার্বভৌমত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে সকল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিশ্চিত করছে; যাতে সিরিয়ার জনগণ এবং এই অঞ্চলের জনগণের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় থাকে।’
সোমবার মার্কিন ট্রেজারি ঘোষণা করে, তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। যার ফলে দামেস্কের সঙ্গে ওয়াশিংটনের কোম্পানিগুলোর ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করার পথ পরিষ্কার হলো।
সিরিয়ার সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রাশিয়ায় পালিয়ে যান বাশার এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা।
গত মাসে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল সিরিয়ায় সফরে গিয়েছিলেন। এই দলটিতে ছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য জিয়ান্নে শাহীন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক।
আরএ
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৪ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে