আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুরি হওয়ায় প্যারিসের ল্যুভর মিউজিয়াম সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

চুরি হওয়ায় প্যারিসের ল্যুভর মিউজিয়াম সাময়িক বন্ধ

প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটনাটি ঘটার পর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “অনিবার্য কারণবশত রোববার ল্যুভর বন্ধ থাকবে।” তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, “রোববার সকালে জাদুঘর খোলার সময়ই ঘটনাটি ঘটে। কেউ আহত হয়নি। আমি বর্তমানে জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে আছি। তদন্ত চলছে।”

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে কিছু জুয়েলারি সামগ্রী চুরি হয়েছে। তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন ভবনের মালবাহী লিফট ব্যবহার করে ওই গ্যালারিতে প্রবেশ করে, যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলঙ্কারসমূহ সংরক্ষিত রয়েছে। তারা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চুরির পর একটি স্কুটারে করে পালিয়ে যায়।

ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম জাদুঘর এবং বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি। এতে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত আছে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাসহ বহু ঐতিহাসিক ও অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...