আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরো ২ জিম্মির লাশ হস্তান্তর করল হামাস

আমার দেশ অনলাইন
আরো ২ জিম্মির লাশ হস্তান্তর করল হামাস
ছবি: বিবিসি

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরো দুই ইসরাইলি জিম্মির লাশ আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। বাকী জিম্মিদের লাশ ফেরত দিতে কিছুটা সময় এবং বিশেষ সরঞ্জাম লাগবে বলে জানিয়েছে তারা। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। খবর বিবিসির।

এক বিবৃতিতে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বুধবার রাতে রেডক্রসের মাধ্যমে জিম্মিদের লাশ ফেরত পেয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

এই দুটি লাশ যদি ইসরাইলি জিম্মি বলে নিশ্চিত হয়, তাহলে এর অর্থ হবে গাজায় এখনো ১৯ জন জিম্মি রয়েছে। গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে হামাসকে ২৮ জন মৃত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে।

তবে হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে, ‘অবশিষ্ট লাশ অনুসন্ধান এবং উদ্ধারের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন।’

এরআগে, ইসরাইল বলেছিল যে তারা জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো আপস করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস চুক্তি মেনে না চললে ইসরাইলি বাহিনী গাজায় আবার যুদ্ধ শুরু করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন