আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় নতুন করে আগ্রাসন শুরুর কথা ভাবছে ইসরাইল

আমার দেশ অনলাইন

গাজায় নতুন করে আগ্রাসন শুরুর কথা ভাবছে ইসরাইল

গাজায় নতুন করে আগ্রাসন শুরু করার কথা বিবেচনা করছে ইসরাইল। বিষয়টি নিয়ে যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশন কান এক প্রতিবেদনে জানায়, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এসব সম্ভবনার মধ্যে রয়েছে-ওয়াশিংটন গাজায় তার সরাসরি সম্পৃক্ততা কমিয়ে আনতে পারে অথবা নেতানিয়াহু সরকারের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন অবস্থানে মৌলিক পরিবর্তন বা রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে গাজায় নতুন আগ্রাসন শুরু করার বিকল্প নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠকের আগে যুদ্ধ মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হলো।

যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে শুক্রবার মিয়ামিতে তুরস্ক, কাতার ও মিশরের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের।

ট্রাম্পের উপস্থাপিত পরিকল্পনার ভিত্তিতে ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যার ফলে গাজায় দুই বছরের ইসরাইলি গণহত্যার অবসান ঘটে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৭১ হাজার মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয় এক লাখ ৭১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন