সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন, কী বার্তা দিচ্ছে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫: ৪২
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫: ৪৪

সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতীক উন্মোচন করা হয়।

প্রেসিডেন্ট বলেন, আমরা যে প্রতীক উন্মোচন করেছি, তা সিরিয়ার নতুন ঐতিহাসিক পর্যায়ের প্রতিফলন। এটি একটি ঐক্যবদ্ধ, অবিভাজ্য সিরিয়ার প্রতিচ্ছবি। এই প্রতীক শক্তি, দৃঢ়তা, গতি, নির্ভুলতা এবং উদ্ভাবনের প্রতীক।

বিজ্ঞাপন

নতুন এই প্রতীক একদিকে যেমন ১৯৪৫ সালের স্বাধীনতা-পরবর্তী ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত, অন্যদিকে এটি প্রতীকীভাবে একটি নতুন যুগের সূচনাও ঘোষণা করে। দেশটির কর্মকর্তারা বলেন, এ প্রতীক কেবল শাসন করে না বরং রক্ষা করে, ক্ষমতায়ন করে এবং অংশীদারিত্বে বিশ্বাস করে।

ঐতিহাসিকভাবে ঈগল প্রতীকটি সিরিয়ার জাতীয় চেতনায় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। এটি ৭ম শতাব্দীর থানিয়াত আল-উকাব যুদ্ধসহ প্রাচীন ইসলামিক সামরিক প্রতীকে দেখা গেছে। ১৯৪৫ সালের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রীয় প্রতীকেও এটি ব্যবহার করা হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত