গাজা সিটি দখলে পুরো উপকণ্ঠ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৩: ৫৬

গাজা সিটি দখলে পুরো পরিকল্পনা নিয়েই কাজ করছে ইসরাইল। এ হিসেবে সেখানে তাদের সামরিক অভিযান আরো তীব্র করেছে। ট্যাঙ্ক ও যুদ্ধবিমান মোতায়েন করে পুরো আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার মতে, গাজা শহরের জেইতুন ও সাবরা এলাকায় বাড়িঘরে গোলাবর্ষণ এবং বিস্ফোরণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আযুম জানিয়েছেন, গাজা সিটি দখলের জন্য সেখানে অভিযান চালিয়ে পুরো এলাকাটি ধ্বংস করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজাজুড়ে কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন ত্রাণপ্রার্থী ছিলেন। টানা বোমা হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত এলাকায় অনেক পরিবার আটকা পড়েছে। অনেকেই খাদ্য, পানি আর চিকিৎসা সহায়তা পেতে হিমশিম খাচ্ছেন। এছাড়া দারাজপাড়ায় একটি বাড়িতে ইসরাইলি হামলায় কমপক্ষে দুজন নিহত এবং বেশ কজন আহত হয়েছেন।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। স্থানীয় সময় মঙ্গলবার রামাল্লায় দিনের বেলায় অভিযান চালিয়েছে ইসরাইল। এ অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হওয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরের রামাল্লা শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইলের ক্রমবর্ধমান অভিযানে ফিলিস্তিনি অঞ্চলগুলোতে আরো অস্থিরতা ছড়িয়ে পড়বে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বেসামরিক জনগণ সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয়েছে।

গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে অর্ধেকের মতো এখন গাজা সিটিতে বসবাস করেন। তবে নতুন করে ইসরাইল সেখানে হামলা শুরু করায় ইতোমধ্যে কয়েক হাজার বাসিন্দা পশ্চিম দিকে সরে শহরটির কেন্দ্রস্থল ও উপকূলে জড়ো হয়েছেন। অন্যরা জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে আরো দক্ষিণে গাজার মধ্যাঞ্চল এবং খান ইউনুস শহরের নিকটবর্তী উপকূলীয় এলাকা আল-মওয়াসিতে চলে গেছেন।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন রয়টার্সের সাংবাদিক হুসাম আল মাসরি। স্থানীয় সময় সোমবার গাজার নাসের হাসপাতালের সামনে লাইভ সম্প্রচারের সময় ইসরাইলি হামলায় নিহত হন তিনি।

নিহত মাসরির সহকর্মীরা জানিয়েছেন, এই যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের দুর্ভোগের খবর প্রচার করছিলেন তিনি। এ সময়ই হামলা হয় তার ওপর। মানুষের দুর্ভোগের খবর প্রচার করা মানুষটি নিজেই পরিবার নিয়ে তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড়ে তীব্র সংগ্রাম করছিলেন। ৪৯ বছর বয়সি মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। ভয়াবহ পরিস্থিতিতেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী কাজের ধারা তাকে গাজার সাংবাদিকদের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।

অন্যদিকে স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসে গাজাবিষয়ক একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আমেরিকার বিশেষ দূত উইটকফ বলেন, আমেরিকা আশা করছে চলতি বছরের মধ্যেই গাজায় যুদ্ধের সমাপ্তি টানবে ইসরাইল।

দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। বৈঠকটি স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৪ সালের নির্বাচনি প্রচারে ট্রাম্প গাজায় যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও পার হয়ে গেছে সাত মাস। তবে ট্রাম্পের লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত