আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু
ছবি: হিন্দুস্তান টাইমস

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জেলা। মহারাষ্ট্র রাজ্যে বন্যায় মারা গেছেন অন্তত ছয়জন। পাঁচজন এখনো নিখোঁজ। অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মহারাষ্ট্র রাজ্যজুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাত ও বন্যাজনিত কারণে ছয়জন প্রাণ হারিয়েছেন। নান্দেড় জেলায় নিখোঁজ রয়েছেন পাঁচজন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। তবে আবহওয়া প্রতিকূল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

বিজ্ঞাপন

মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ছয়টি দল মোতায়েন রয়েছে। এসডিআরএফ নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে এখন পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করেছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ভিখরোলিতে ২৫৫ দশমিক ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাইকুল্লায় বৃষ্টি হয়েছে ২৪১ মিলিমিটার। সান্তাক্রুজ, জুহু এবং বান্দ্রায় যথাক্রমে ২৩৮ দশমিক ২ মিলিমিটার, ২২১ দশমিক ৫ মিলিমিটার এবং ২১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে কোমর বা হাঁটু সমান পানিতে ডুবে গেছে। এদিকে মুম্বইসহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বুধ এবং বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন