আমার দেশ অনলাইন
পশ্চিম তীর দখলে ইসরাইলের পার্লামেন্টে প্রথম ধাপের বিল পাসের নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। ইসরাইলের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দেশগুলো। মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটি পাস হয়। আইনে পরিণত হওয়ার জন্য বিলটিতে আরো তিন ধাপে ভোট হবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি আঘাত হিসেবে বর্ণনা করেন। সেইসঙ্গে একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং অধিকৃত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের বিলকে ‘ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের ওপর আক্রমণ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ‘দখলদার ইসরাইলের সব অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণবাদী নীতিকে প্রত্যাখ্যান করেছে। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিক অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটি জোর দিয়ে বলেছে যে জেরুজালেমসহ গাজা এবং পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলগুলো একটি একক ভৌগোলিক সীমানা, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘কঠোর ভাষায়’ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এই বিল পাসকে ‘ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছে দেশটি।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও ইসরাইলি বিল প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য দখলদারদের উন্মত্ত প্রচেষ্টা অবৈধ।’
আরএ
পশ্চিম তীর দখলে ইসরাইলের পার্লামেন্টে প্রথম ধাপের বিল পাসের নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। ইসরাইলের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দেশগুলো। মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটি পাস হয়। আইনে পরিণত হওয়ার জন্য বিলটিতে আরো তিন ধাপে ভোট হবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি আঘাত হিসেবে বর্ণনা করেন। সেইসঙ্গে একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং অধিকৃত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের বিলকে ‘ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের ওপর আক্রমণ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ‘দখলদার ইসরাইলের সব অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণবাদী নীতিকে প্রত্যাখ্যান করেছে। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিক অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটি জোর দিয়ে বলেছে যে জেরুজালেমসহ গাজা এবং পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলগুলো একটি একক ভৌগোলিক সীমানা, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘কঠোর ভাষায়’ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এই বিল পাসকে ‘ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছে দেশটি।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও ইসরাইলি বিল প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য দখলদারদের উন্মত্ত প্রচেষ্টা অবৈধ।’
আরএ
যুদ্ধবিরতি চুক্তির আওতায় গুরুতর অসুস্থদের গাজা থেকে বিদেশে সরিয়ে নেয়ার অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ আহ্বান জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
৩১ মিনিট আগেতিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ শেষ করতে ১২ দফা প্রস্তাব তৈরিতে ইউক্রেনের সঙ্গে কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশ। চার ইউরোপীয় কূটনীতিক এমন তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ নাগরিক বিশ্বাস করেন, দেশটিতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীরা কোনো অপরাধ না করলেও তাদের বহিষ্কার করা উচিত। গত মঙ্গলবার নিউজম্যাক্সের প্রতিবেদনে প্রকাশিত ‘দ্য ইকোনমিস্ট’ ও ‘ইউগভের’ নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগেইসরাইলি বাহিনীর বর্বর হামলায় দুবছরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ২০ হাজারেরও অধিক ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া ৩১ হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে