সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার রোজা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১২
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১৮

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১ এপ্রিল) থেকে রোজা পালন করবে দেশটি।

শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।

অস্ট্রেলিয়ায় আগামীকাল শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, পবিত্র রমজান মাসের প্রথম দিন শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে। আজ শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিষয়:

রোজা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত