যুক্তরাষ্ট্রে শাটডাউন: যা ভাবছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২৩: ০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধের কারণে দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানের শাটডাউন চলছে। সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যেই রিপাবলিকান ও ডেমোক্র্যাট–উভয়পক্ষই এখন আশা করছে তাদের প্রতিপক্ষ আগে পিছু হটবে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচের অর্থ ফুরিয়ে যাওয়ায় তহবিল সংগ্রহের চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেস একমত হতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্সিগুলোর কাজ মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে তবে জরুরি পরিষেবাগুলো এ শাটডাউনের আওতার বাহিরে রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, শাটডাউন থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমরা এমন অনেক কিছু থেকে মুক্তি পেতে পারি, যা আমরা চাইনি। সেগুলো হবে ডেমোক্র্যাটদের পক্ষের বিষয়।

শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট সদস্য চাক শুমার সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, উভয়পক্ষের সিনেটরদের কাজ হলো একত্রিত হওয়া, আমরা এটাই আশা করছি, কেননা রিপাবলিকানরা দেখেছে তাদের পর্যাপ্ত ভোট নেই।

রিপাবলিকানরা আশা করছে, শাটডাউনের প্রভাব তীব্র হলে তারা আরও পাঁচজন ডেমোক্র্যাটকে নিজেদের দলে টানতে পারবেন।

ধারণা করা হচ্ছে দেশটিতে সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে। এটি জোর করে পাঠানো এমন এক ধরনের ছুটি যাতে কর্মচারীরা কাজে না ফেরা পর্যন্ত তাদের বেতন আটকে থাকবে।

শাটডাউন মতবিরোধপূর্ণ ওয়াশিংটনের একটি ধারাবাহিক বৈশিষ্ট্য। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তখন ৩৫ দিনের রেকর্ড সময় অচলাবস্থায় পড়েছিল দেশটি। দেশটির সাধারণ ভোটারদের কাছে শাটডাউন খুবই অপ্রিয় একটি ব্যাপার, কেননা এ সময় ন্যাশনাল পার্ক থেকে শুরু করে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের পারমিট ইস্যু করার ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত