তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার তাইওয়ানের কাছে জলসীমা এবং আকাশসীমার পাঁচটি অঞ্চলে সরাসরি গুলি চালানোর মহড়া চালানো হবে। চীনের সামরিক মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ের এক বিবৃতিতে একথা জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বিবৃতিতে জনানো হয়, ‘২৯ ডিসেম্বর থেকে পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড ‘জাস্টিস মিশন ২০২৫’ কোড-নামে যৌথ সামরিক মহড়া পরিচালনা করার জন্য তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং রকেট ফোর্স সেনা পাঠানো হচ্ছে।’
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের সামরিক বাহিনী মঙ্গলবার তাইওয়ানের চারপাশে সরাসরি গুলি চালানোর মহড়া পরিচালনা করবে।
দ্বীপের চারপাশে চীনের মহড়ার প্রতিক্রিয়ায় ‘উপযুক্ত বাহিনী’ মোতায়েন করেছে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন কুও এক বিবৃতিতে চীনের ‘সামরিক ভীতি প্রদর্শনের’ নিন্দা জানিয়েছেন।
গত মাসে জাপান তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা ঘোষণা করে। এরপর চীন সতর্ক করে দেয়, তাইওয়ানের ওপর হস্তক্ষেপের যেকোনো বিদেশী প্রচেষ্টা ভণ্ডুল করে দেয়া হবে। চীন বলছে, ‘আমাদের দৃঢ় ইচ্ছাশক্তি, দৃঢ় সংকল্প, আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার দৃঢ় সক্ষমতা আছে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত
ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেনে আগুন, ১ জনের মৃত্যু