৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে মালয়েশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১: ১৩
ছবি: দ্য স্টার

৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে মালয়েশিয়া। এ উপলক্ষে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার দাতারান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এক লাখের বেশি মানুষ। খবর দ্য স্টারের।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘মাদানি মালয়েশিয়া: রাকিয়াত দিসানতুনি’। মনোমুগ্ধকর পরিবেশনা, সামরিক শোভাযাত্রা এবং নাগরিক অংশগ্রহণে প্রতিফলিত হয় জাতির ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার।

বিজ্ঞাপন

এই বছরের কুচকাওয়াজে ১৪ হাজার ৬২ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে মার্চিং ব্যান্ড, যানবাহন এবং অর্থনীতি, টেলিযোগাযোগ, সৃজনশীল শিল্প, ক্রীড়া এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতের দল।

প্যারেডটি ছয়টি ভাগে বিভক্ত ছিল: জাতীয়তা, জনগণের শোভাযাত্রা, মঙ্গল, জাতীয় নিরাপত্তা, বিমান প্রদর্শনী এবং বিশেষ মাদানি পরিবেশনা। সেলাঙ্গর ও ফেডারেল টেরিটরির ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মানব-গ্রাফিক ও কণ্ঠসংগীত পুরো পরিবেশকে রঙিন করে তোলে।

কুচকাওয়াজ দেখতে আসেন রাজা সুলতান ইব্রাহিম। তাকে হরমাত দিরাজ বা রাজকীয় অভিবাদন এবং গার্ড অব অনার দেওয়া হয়। তার আগমন জনতার উচ্ছ্বাসকে আরো বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে যোগ দেন দেশিটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ডঃ ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বিদেশী রাষ্ট্রদূতরাও অনুষ্ঠান উপভোগ করেন।

১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়া ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত