আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা

আমার দেশ অনলাইন

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেয়ায় আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট পালন করেছে তার পরিবার। ইমরান খানের বোন আলেমা খান বলেন, তারা দেখা করতে চাইলেও বারবার বাধা দেয়া হচ্ছে, কাজেই প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরে গভীর রাতে জলকামান ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আদালতের আদেশে সপ্তাহে দুবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছিল। তবে পিটিআই বলেছে, এই আদেশ মানা হচ্ছে না।

বিজ্ঞাপন

কারাগারের চেকপোস্টের কাছে সাংবাদিকদের আলেমা খান বলেন, ‘আমরা কোনো অবৈধ বা অসাংবিধানিক কাজ করছি না। যদি প্রতি সপ্তাহে আমাদের এভাবে আটকে রাখা হয়, তাহলে প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কী বিকল্প থাকতে পারে?’

মঙ্গলবার পিটিআই প্রতিষ্ঠাতার বোন আলেমা খান, নওরীন খান এবং ডাঃ উজমা খান, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নির্ধারিত পারিবারিক সাক্ষাতের জন্য আদিয়ালা কারাগারের কাছে যান। তবে পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার জন্য সময় নির্ধারিত থাকা সত্ত্বেও, জেল কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জানিয়ে দেয়, সাক্ষাতের অনুমতি দেয়া হবে না।

পরে নেতাকর্মীদের নিয়ে কারাগারের বাইরে অবস্থান নেন আলেমা খান। পরে গভীর রাতে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। সেইসঙ্গে পুলিশ পিটিআই কর্মীদের ওপর লাঠিচার্জ করে। পাশাপাশি দলের কিছু কর্মীকে গ্রেপ্তার করা হয়, তবে ঠিক কতজন গ্রেপ্তার হয়েছেন তা নিশ্চিত নয়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন/দ্য ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন