যে কারণে ভেনেজুয়েলাকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১৭
ছবি: আল জাজিরা

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে উড়ে গেছে ভেনেজুয়েলার দু’টি যুদ্ধবিমান। একে উস্কানিমূলক বলে বর্ণনা করে ভেনেজুয়েলাকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

স্থানীয় বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে সতর্ক করে দিয়েছে পেন্টাগন।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, ভেনেজুয়েলা সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি সামরিক বিমান মার্কিন জাহাজের খুব কাছে চলে আসে। তবে মার্কিন জাহাজ ভেনেজুয়েলার যুদ্ধবিমানের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেন্টাগন জানায়, ‘মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌবাহিনীর জাহাজের কাছে উড়ে গেছে। ভেনিজুয়েলার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত অভিযানে বাধা বা হস্তক্ষেপের না করতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’

এদিকে ভেনেজুয়েলার সরকারি সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরেছে। মাদুরো জানান, দেশের ন্যাশনাল মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে, যেখানে নতুন স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। এমনকি আগস্ট মাসে ওয়াশিংটন তার গ্রেপ্তারের তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। এরপর মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একাধিক জাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে।

মাদুরো এর আগেই অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের “অস্ত্রধারী প্রজাতন্ত্র” হিসেবে রূপান্তরিত করবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত