কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৪: ৪৩
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৪: ৪৬
ছবি: বিবিসি

ইসরাইলি জিম্মিদের মুক্তির পাশাপাশি, আগামী কয়েক ঘন্টার মধ্যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে তেলআবিব। ইসরাইলি জিম্মিদের বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরাইল সরকার। খবর বিবিসির।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে ফেরত দেয়া হবে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বন্দিদের এখন অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করেছে।

ভোর থেকে বন্দিদের পরিবার প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষায় আছে। পরিকল্পনা অনুসারে, প্রায় ১০০ জন বন্দিকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হবে। বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য নির্ধারণ করা হয়েছে। অল্প সংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেয়া হবে।

এরইমধ্যে ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়। সকালে প্রথম দফায় সাতজনকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে বাকীদের মুক্তি দেয়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে সকালে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত